কুষ্টিয়ায় নুরুল ইসলাম হত্যা মামলায় ৫ জনের ফাসি ৬ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় নুরুল ইসলাম হত্যার ঘটনায় ৫ জনের ফাসি ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত । বুধবার সকালে কুষ্টিয়া নারী শিশু এবং জেলা দায়রা জর্জ আদালতের বিচারক মুন্সি মশিয়ার রহমান এ রায় দেয় ।
মামলার ইজাহার সূত্রে জানাযায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ কামার ডাঙ্গা এলাকায় ২০১৪ সালের ১৯ ডিসেম্বর পূর্ব শক্রতার জের ধরে নুরুল ইসলাম কামার ডাঙ্গা থেকে বিকেলে পোড়াদহ বাজারে যাবার পথে পোড়াদহ স্কুলের সামনে থেকে মামলার আসামীরা ধারালো দেশী অস্ত্র দিয়ে নুরুল ইসলামকে এলোপাথাড়ী আঘাত করে ।
এ সময় নুরুল ইসলামের আতœচিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত নুরুল ইসলামকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে । রাতেই আহত নুরুল ইসলাম চিকিৎসাধিন অবস্থায় মারা যায় । এ ঘটনায় ২০১৪ সালের ২০ ডিসেম্বর ১৯ জনকে আসামী করে নিহত নুরুল ইসলাম এর ছেলে শাহিনুর রহমান সজিব বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । দীর্ঘ তদন্ত শেষে ১৯ জন আসামীর মধ্যে ১০ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগ পত্র দাখিল করেন পুলিশের তদন্ত কর্মকর্তা । মামলার সাক্ষী শেষে বিচারক ৪ জনের ফাসি ৬ জনের যাবতজীবন ৩ জনের ৭ বছর ২ জনের ৩ বছর কারাদন্ড এবং ৩ জনের বেকসুল খালাস আসামীদের ৫০ হাজার টাকা জরিমানা এর রায় দিয়েছে আদালত । ফাসির আসামী রা হলেন মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার মতিয়ার রহমান,মো: মাসুদ,পারভেজ,হাবিবুর রহমান হবি,সরোয়ার হোসেন । যাবতজীবন আসামীরা হলেন একই এলাকার কবির হোসেন,ফজলুর রহমান, খালেকুজ্জামান ভুট্রো,মিজানুর রহমান রকি, আব্দুস সালাম, এনায়েত রহমান ।