আসামিদের বাদ দিয়ে মিন্নিকে নিয়ে বেশি উৎসাহিত হওয়া ঠিক নয়

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যার মূল আসামিদের বাদ দিয়ে পুলিশ যেন শুধু তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে নিয়ে উৎসাহী না হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
রবিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
তবে রিফাত হত্যার তদন্ত পিবিআই বা সিআইডিতে স্থানান্তরের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন উচ্চ আদালত।
আদালত রিটকারী আইনজীবীকে উদ্দেশ্যে করে বলেন, পুলিশের তদন্তে অসন্তুষ্ট হলে মিন্নির পরিবারের কেউ আদালতে আসতে পারে। স্বাধীন দেশে এটা সবার অধিকার।