ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


বন্যায় কী পরিমাণ ক্ষতি হয়েছে কেরালায়?


৩১ আগস্ট ২০১৮ ১৯:২৮

ভারতের দক্ষিণের রাজ্য কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছে, কেরালার ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মোট বরাদ্দ ছিল ২৬ হাজার পাঁচশ কোটি ভারতীয় রূপি। যার পরিমাণ রাজ্যের বার্ষিক বাজেট-বরাদ্দের চেয়েও বেশি।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাজ্যটির বিধানসভার এক বিশেষ অধিবেশনে তিনি এমন তথ্য প্রকাশ করেন।

রাজ্যটির সিএম আরো জানান, সর্বকালের স্মরণীয় বন্যায় দক্ষিণের এ প্রদেশটিতে রাজ্যের ৫৭ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। বন্যার্ত লোজজনকে উদ্ধারের কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এখন চলছে ত্রাণ বণ্টনের মহাযজ্ঞ। রাজ্যে এখন মোট ৩০৫টি ত্রাণ শিবির রয়েছে। যেখানে ১৬ হাজার ৭৬৭টি পরিবারের মোট ৫৯ হাজার ২৯৬ জন রয়েছেন। পরিবার প্রতি ১০ হাজার রুপি করে অর্থ সাহায্য দেয়া হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে দেয়া হচ্ছে চাল, আটা, চিনি ও জামাকাপড়।

প্রসঙ্গত, কেরালায় সংঘটিত এ বন্যা শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা। এ ভয়ঙ্কর দুর্যোগে বহু হতাহতের ঘটনা ঘটেছে। সরকারি হিসাবেই মৃতের সংখ্যা ৪৮৩ জন। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও বেশি। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ১৪ জন। গুরুতর অসুস্থ হয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪০।