ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


পাকিস্তান থেকে যে কারণে সরাসরি ভারত যাননি সৌদি যুবরাজ


২০ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪৭

মঙ্গলবার সন্ধ্যায় দিল্লী পৌঁছান ক্রাউন প্রিন্স সালমান

২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি সফরের তিন বছর পর দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভারত সফর করছেন। দক্ষিণ এশিয়া সফরে প্রথমেই পাকিস্তানে পা রাখেন সৌদি ক্রাউন প্রিন্স সালমান। সূচি অনুযায়ী পাকিস্তান থেকেই ভারতে যাওয়ার কথা ছিল সালমানের।

কিন্তু শেষ মুহূর্তে সরাসরি পাকিস্তান থেকে দিল্লি সফর বাতিল করেন। কাশ্মীর ইস্যু এবং সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে আরও ভালোভাবে উপলব্ধি করতে চায় রিয়াদ। ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরে ভারতের বিশেষ নিরাপত্তা বাহিনীর ওপর পাকিস্তান জঙ্গিগোষ্ঠীর হামলার পর প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়েছে।

তাই পাকিস্তান থেকে রিয়াদে ফিরে যান সৌদি যুবরাজ।  সেখান থেকেই মঙ্গলবার সন্ধ্যায় দিল্লী পৌঁছান ক্রাউন প্রিন্স সালমান। সেখানে তাকে প্রটোকোল ভেঙে সরাসরি অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার হায়দরাবাদ হাউজে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। ২৬ ঘণ্টার সফর শেষে বুধবার চীনের উদ্দেশ্যে ভারত ত্যাগ করবেন যুবরাজ।