ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


ভয়াবহ অগ্নিকাণ্ডে প্যারিসে ৭ জন নিহত


৫ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫৫

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও ২৭ জন।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে প্যারিসের অভিজাত একটি আবাসিক এলাকার ওই আটতলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফরাসি সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানান, আটতলার একটি রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর তা সপ্তম তলায়ও ছড়িয়ে পড়ে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দগ্ধদের মধ্যে ফায়ার সার্ভিসের তিন কর্মী রয়েছেন বলেও জানান ওই মুখপাত্র।

/এ আই