ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


কলম্বিয়ায় সরকারি বাহিনীর সাথে ফার্কের সংঘর্ষে নিহত ১০


৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫৮

কলম্বিয়ায় সরকারি বাহিনীর সাথে ফার্কের সংঘর্ষে নিহত ১০

কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর সাথে বিদ্রোহী ফার্ক এর ভিন্নমতাবলম্বী গ্রুপের সংঘর্ষে শনিবার ১০ বিদ্রোহী নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিদ্রোহীদের এই গ্রুপটি ২০১৬ সালে শান্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছে। কাকুয়েটা এলাকায় সেনাবাহিনীর বিশেষ বাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এই অভিযানে গ্রুপটির দীর্ঘদিনের নেতা রডরিগো কাডেটে (৫২) নিহত হয়েছে।

সেনা গোয়েন্দারা জানিয়েছে, যদিও রেভোল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) ৭ হাজার সদস্য অস্ত্র সমর্পণ করেছে। তার পরেও এখনো প্রায় ১ হাজার ৭শ’ বিদ্রোহী মাদক পাচারের মাধ্যমে অর্থ সংগ্রহ করে তাদের তৎপরতা চালানো চেষ্টা করছে।

/এ আই