যুক্তরাষ্ট্রে প্রতিকূল আবহাওয়ার কারণে ডাকসেবা বন্ধ!

বিরূপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের ছয়টি রাজ্যে ডাক সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব রাজ্যগুলি হল ইলিনয়, আইওয়া, মিনেসোটা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও উইসকনসিন। এছাড়া যুক্তরাষ্ট্রের আরও চারটি রাজ্যের কিছু কিছু অংশে ডাকসেবা বন্ধ থাকবে। এসব রাজ্য হল কানসাস, মিসৌরি, মন্টানা ও নেব্রাস্কা।
প্রসঙ্গত, তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা মাইনাসের নিচে। তুষারঝড়ে হতাহতের ঘটনাও ঘটেছে। আবহাওয়ার আরও অবণতি হবে এমন পূর্বাভাস প্রচারিত হওয়ার পর মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ডাকসেবা ফেসবুকে সেবা বন্ধের ঘোষণা দিয়েছে । সূত্র: সিএনএন
/এ আই