ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


৮২০ ফুট উপরে থেকে সেলফি তুলতে গিয়ে কিশোরের মৃত্যু


৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৭

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিতি ন্যাশনাল পার্কে সেলফি তোলার সময় পড়ে গিয়ে ইসরায়েলের এক কিশোর নিহত হয়েছে।

কিশোরের মা বলেন, সেলফি তোলার সময় ৮২০ ফুট নিচুতে পড়ে তার ছেলের মৃত্যু হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানেয়েছে, সমাহিত করার জন্য ওই কিশোরের লাশ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যমে দেওয়া নিহত কিশোরের মায়ের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায় দুই মাসের ভ্রমণে যুক্তরাষ্ট্র গিয়েছিল টমার ফকনার নামের ১৮ বছর বয়সী ওই কিশোর।

চলতি বছরের জুনে দুইজন পর্বতারোহী ইয়োসেমিতির গ্রানাইট শিলা গঠিত এল ক্যাপিটানে ওঠার সময় নিহত হয়। এছাড়াও মে মাসে এক পর্বতারোহী ইয়োসেমিতি উপত্যকার হাফ ডোম চূড়ায় ওঠার সময় এবং গত সেপ্টেম্বরে এল ক্যাপিটানে শিলাখন্ড পড়ে এক ব্রিটিশ নাগরিক নিহত হয়।

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া মারাত্মক দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর খুব সম্প্রতি ইয়োসেমিতি ন্যাশনাল পার্ক পুণরায় উন্মুক্ত করা হয়েছে।

আরআইএস