ফ্লোরিডায় ট্রাম্প-জেলেনস্কির বৈঠক, যুদ্ধ বন্ধে আলোচনা ফলপ্রসূ হওয়ার দাবি
যুদ্ধ বন্ধ নিয়ে স্পষ্ট ইঙ্গিত না এলেও, বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাক্ষাৎ হয় দু'জনের।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। ২০ দফা শান্তি প্রস্তাবের ৯০ শতাংশ ইস্যুতেই একমত হয়েছেন বলে জানিয়েছে জেলেনস্কি। যুদ্ধ বন্ধে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছানোর কথা জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির ৯৫ শতাংশই নিশ্চিত হয়েছে। যুদ্ধ বন্ধের বিষয়টিও আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে বলে মন্তব্য করেন তিনি। ইউরোপীয় নেতাদের সাথে সাক্ষাৎ করবেন বলেও ইঙ্গিত দেন। বৈঠকে অতি গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে এখনও একমত হওয়া যায়নি।
এর মধ্যে মস্কোর দখলে যাওয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ভূখণ্ড নিয়ে নমনীয় নয় ইউক্রেন-রাশিয়া কোনো পক্ষ। বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার সাক্ষাৎ করবেন বলে জানান ট্রাম্প-জেলেনস্কি।
