যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করতে আলোচনায় বসতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া
যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার লক্ষ্যে আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) থাইল্যান্ডের চানথাবুরিতে অনুষ্ঠিত হবে বৈঠক। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
সোমবার (২৩ ডিসেম্বর) মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের পর একথা জানান থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বিদ্যমান দ্বিপাক্ষিক সীমান্ত কমিটির কাঠামোর মধ্যে হবে আলোচনা।
এর আগে, গত জুলাইয়ে ৫ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তি সই করেছিল দুই দেশ। মধ্যস্থতা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চলতি মাসের শুরুতে আবার লড়াই শুরু হয় দুই দেশের সীমান্তে। হতাহতের ঘটনাও হয়। ব্যাংককের দাবি, জুলাইয়ের যুদ্ধবিরতি চুক্তিতে তাড়াহুড়ো করা হয়েছিল। ট্রাম্পের মালয়েশিয়া সফরের কারণে ওই সময়ের মধ্যেই যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ ছিল ওয়াশিংটনের তরফ থেকে।
