ঢাকা শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২


রাখাইনে হাসপাতালে বোমা হামলার তীব্র নিন্দা বাংলাদেশের


১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৫০

সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সম্প্রতি বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রাখাইনে সহিংসতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

 

শনিবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ এবং সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি প্রকাশ করছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়সহ সব জনগোষ্ঠীকে সহিংসতা থেকে রক্ষার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ।

 

বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

 

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে জান্তার বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৭০ জনেরও বেশি মানুষ। গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী ম্রাউক-উতে এ হামলার ঘটনা ঘটে।