গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
গাজায় অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর ও ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি বন্ধের দাবি জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
বুধবার (১০ ডিসেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদে সাক্ষাৎ করেন দুই নেতা। গাজার সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার জোরালো দাবি জানান তারা।
এ সময়, ফিলিস্তিনে চলমান গণহত্যার নিন্দা জানান সানচেজ। জড়িতদের শাস্তির আওতায় আনা উচিৎ বলেও মন্তব্য করেন। উপত্যকায় প্রকৃত ও কার্যকর যুদ্ধবিরতির দাবি জানান তিনি। ভবিষ্যৎ শাসনকাঠামো নির্ধারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী।
তিনি জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে সাম্প্রতিক যুদ্ধবিরতি বাস্তবিক হওয়া উচিত, 'কাল্পনিক' নয়।
পরে, ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্য স্পেনকে ধন্যবাদ জানান মাহমুদ আব্বাস। সেইসাথে, তাদের স্বীকৃতির জন্য আন্তর্জাতিক জোট গঠনে মাদ্রিদের নেতৃত্বের প্রশংসা করেন।
