সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিলো কানাডা
সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিলো কানাডা। শুক্রবার (৫ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এক বিবৃতিতে বলা হয়, দেশের স্থিতিশীলতা পুনর্গঠনে কাজ করছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মত মিত্র দেশগুলোর সাম্প্রতিক সিদ্ধান্তের সাথে মিলিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈশ্বিক অংশীদারদের সঙ্গে মিলিত হয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করছে তারা।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, সিরিয়া সরকারের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের পদক্ষেপকে কানাডা স্বাগত জানায়। অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে সিরিয়ার জনগণের পাশে আছে কানাডা।
বাশার আল-আসাদ ক্ষমতায় থাকাকালে, ২০১২ সালে সন্ত্রাসবাদী দেশের তালিকাভুক্ত করা হয়েছিল সিরিয়াকে। এর আগে বৃহস্পতিবার দেশটিতে সফর করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দল।
