পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় ব্যাপক গোলাগুলি
পাকিস্তান ও আফগানিস্তান সামরিক বাহিনীর মধ্যে সীমান্ত এলাকায় আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে ব্যাপক গোলাগুলি হয় দুইপক্ষে।
আফগানিস্তান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করে বলেন, পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালায়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, চামান সীমান্তে আফগান বাহিনী বিনা উসকানিতে হামলা চালিয়েছে।
এদিকে, দুদিন আগেই সৌদি আরবে বৈঠকে বসে কাবুল-ইসলামাবাদের প্রতিনিধিরা। তবে কোনো ধরণের অগ্রগতি ছাড়াই শেষ হয় ওই শান্তি-আলোচনা।
