ঢাকা বৃহঃস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫, ২১শে অগ্রহায়ণ ১৪৩২


শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ম্যাকরন


৪ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৪

সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেইজিংয়ে সাক্ষাৎ করেন দুই রাষ্ট্রপ্রধান।

 

এ সময় ইমানুয়েল ম্যাকরন ও ফরাসি ফরাসি ফার্স্ট লেডিকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেন চীনা প্রেসিডেন্ট। খবর বার্তা সংস্থা এপির।

 

 

মেয়াদকালে চতুর্থবারের মতো চীন সফর করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এ দফায় প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও দেশটির প্রিমিয়ারের সঙ্গে বৈঠকে বসবেন ম্যাকরন।

 

ধারণা করা হচ্ছে, এবারের আলোচনায় গুরুত্ব পাবে বাণিজ্য ইস্যু। এছাড়াও, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে বেইজিংয়ের কাছে মস্কোকে চাপ প্রয়োগের অনুরোধ জানাতে পারে প্যারিস।