ঢাকা বৃহঃস্পতিবার, ২৭শে নভেম্বর ২০২৫, ১৪ই অগ্রহায়ণ ১৪৩২


হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৫৫


২৭ নভেম্বর ২০২৫ ১৪:০৭

সংগৃহীত

হংকংয়ের একটি উঁচু ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৫৫ জনে। এখনও বহু বাসিন্দা নিখোঁজ থাকায় উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে সিএনএন। 

 

দেশটির ফায়ার সার্ভিসের সূত্র দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ঘটনাস্থলেই ৫১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ৪ জন। আগুনে আহত হয়েছেন কমপক্ষে ১২৩ জন। তাদের মধ্যে ৮ জন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন। তবে কতজন এখনও নিখোঁজ রয়েছেন, তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, ২৭৯ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

আগুন লাগার ২৪ ঘণ্টা পরও কমপ্লেক্সের কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। ভবনগুলোতে অধিকাংশই বয়স্ক বাসিন্দা থাকতেন। অগ্নিকাণ্ডের সময় পুরো কমপ্লেক্সটি সংস্কারকাজের জন্য বাঁশের অস্থায়ী কাঠামো ও সেফটি নেটিং দিয়ে ঘেরা ছিল।

 

ঘটনার পর ওই নির্মাণ কোম্পানির সঙ্গে যুক্ত তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মানবসৃষ্ট অবহেলায় মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলেছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ড নির্মাণকর্মীদের মারাত্মক গাফিলতির কারণে ঘটেছে।