চিলেকোঠায় ৩ ভাই খুঁজে পেলেন 'সুপারম্যান' কমিক, নিলামে বিক্রি ৯ মিলিয়ন ডলারে
উত্তর ক্যালিফোর্নিয়ার বসবাস করেন তিন ভাই। হঠাৎ একদিন চিলেকোঠা পরিষ্কার করার সময় গিয়ে তাদের মায়ের কিছু পুরনো বই খুঁজে পান তারা। ওই বক্সে তারা খুঁজে পান সুপারম্যান কমিক বই।
তারা হয়তো কল্পনাও করেননি একটি কমিক বই তাদের জীবন পাল্টে দিতে পারে। তারা কমিকটি পরীক্ষা করে দেখেন যে ১৯৩৯ সালের এডিশন; তাও আবার খুব ভালো মিন্ট কন্ডিশনে (মানে বইটি প্লাস্টিক কভার একবারের জন্যও খোলা হয়নি)। সেই বইটি শেষমেষ ডালাসের হেরিটেজ নিলামে 'সর্বোচ্চ গ্রেডযুক্ত কপি' হিসেবে ঘোষণা করা হয়। সেই সাথে কমিক বই নিলামে বিক্রির ইতিহাসে পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে বিক্রি হয় ৯.১২ মিলিয়ন ডলারে। শুক্রবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
কমিকটি পাওয়ার পর তিন ভাই মাকে জিজ্ঞেস করে, কোথা থেকে বইটি তিনি কিনেছেন কিংবা পেয়েছেন। উত্তরে মা বলেন, তার ভাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিনেছিল এবং পরবর্তীতে তাকে দিয়েছিলেন।
নিলামে এই কমিকের দাম এতো বেশি হাঁকানোর পেছনে কারণ শুধু এর চমৎকার অবস্থা নয়, বরং এটি ডিসি-এর প্রথম প্রিন্ট রানের অংশ ছিল, যেখানে অর্ধ মিলিয়ন কপি প্রকাশিত হয়েছিল।
হেরিটেজ নিলাম হাউজের ভাইস প্রেসিডেন্ট লন অ্যালেন বলেন, 'সুপারম্যান কমিক পপ কালচারের ইতিহাসে একটি মাইলফলক, এবং এই কপি শুধু দুর্দান্ত অবস্থায় নয়, বরং এর পেছনে সিনেমার মতো একটি গল্প রয়েছে।'
