ব্রাজিলে কপ ৩০ জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড
ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জলবায়ু বিষয়ক সম্মেলন কপ ৩০ এর একটি প্যাভিলিয়নে আগুনের ঘটনা ঘটেছে। সম্মেলনে উপস্থিত বাংলাদেশি সাংবাদিক, সেখানে উপস্থিত প্রতিনিধি দলসহ সবাইকে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে।
যমুনা টেলিভিশনের প্রতিনিধি রায়হান ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ সম্মেলনের প্ল্যানারি-১৪ এর পেছনের দিকে আগুন দেখা যায়। পরবর্তীতে সবাইকে নিরাপদে সরিয়ে আনা হয়।
ফায়ার সার্ভিসসহ নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। আগুন লাগার সময় পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। আগুন লাগার সাথে সাথেই তা নির্বাপণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে সেখানে সবাই নিরাপদ আছেন বলে এই প্রতিবেদক আমাদের নিশ্চিত করেছেন।
সম্মেলনে উপস্থিত বাংলাদেশি ইয়ুথ ডেলিগেশনের সদস্য সোহানুর রহমান জানান, স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। মূলত সম্মেলনে ইতালি জোনের প্যাভিলিয়নের পাশে আগুনের এই ঘটনাটি ঘটে। আগুন লাগার সময়ে তারা আরেকটি ইভেন্টে ছিলেন সেখান থেকে তাৎক্ষণিকভাবে তাদের সরিয়ে নেয়া হয়। কপ ৩০ এর মতো বড় সম্মেলনে আগুনের ঘটনা খুবই ভয়াবহ বিষয় বলেও জানান তিনি।
