ঢাকা শুক্রবার, ২১শে নভেম্বর ২০২৫, ৮ই অগ্রহায়ণ ১৪৩২


জেন-জিদের বিক্ষোভে ফের উত্তাল নেপাল, কারফিউ জারি


২১ নভেম্বর ২০২৫ ০৮:৪২

সংগৃহীত

গত সেপ্টেম্বরে সরকার পতনের পর ফের বিক্ষোভে উত্তাল নেপালের রাজপথ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেশটির বারা জেলায় রাস্তায় নামে জেন-জিরা। খবর এনডিটিভিসহ একাধিক গণমাধ্যমের।

 

পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মূল কারণ ছিল বুধবারের সংঘর্ষ। ওই দিন সিমারা এলাকায় জেন-জি বিক্ষোভকারীদের সমাবেশ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির দল সিপিএন-ইউএমএল কর্মীদের সমাবেশ একই সময়ে হওয়ায় শুরু হয় হাতাহাতি। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত হয় অন্তত ৬ জেন-জি সমর্থক। এ ঘটনার পরই সেখানে কারফিউ জারি করে কর্তৃপক্ষ।

 

পরদিন হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নামে তরুণরা। অভিযোগ তোলে, তারা যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তাদের মধ্যে কয়েকজনকে এখনও আটক করা হয়নি। বিক্ষোভের এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় তরুণরা।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত বাড়ানো হয় কারফিউয়ের মেয়াদ।