গাজা পুনর্গঠনে জাতিসংঘের প্রস্তাবনাকে অস্বীকৃতি জানিয়েছে হামাস
গাজা পুনর্গঠনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাকে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
সোমবার (১৭ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পূনর্গঠনে '২০ দফা শান্তি চুক্তি'র প্রস্তাবনার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে নিরাপত্তা পরিষদ। যাতে রয়েছে যুদ্ধে বিপর্যস্ত গাজার নিরাপত্তা নিশ্চিতে একটি 'বোর্ড অব পিস' গঠনের প্রস্তাব।
যুদ্ধবিরতি ও জিম্মি হস্তান্তরে ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তিতে সম্মত হলেও এ দফায় জাতিসংঘের এই প্রস্তাবনা গ্রহণে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
মূলত ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন করে একটি আন্তর্জাতিক বাহিনী গঠিত হবে উপত্যকার নিরাপত্তা নিশ্চিতে। পাশাপাশি সীমান্ত নিয়ন্ত্রণ ও গাজাকে অ-সামরিকীকরণে দায়িত্বে থাকবে এই বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজা নিয়ন্ত্রণে গঠিত 'বোর্ড অব পিস' কমিটিতে থাকতে পারবে প্রস্তাবনা চুক্তিটিতে সমর্থন জানানো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। স্বাধীন স্বীকৃত রাষ্ট্রে বিদেশী হস্তক্ষেপ মানতে নারাজ হামাসের পাশাপাশি ইসরায়েলি আগ্রাসনে আগে থেকেই ব্যাপক জর্জরিত ফিলিস্তিনিরাও।
নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়ে প্রস্তাবনায় স্বাক্ষর করেছে কাউন্সিলের ১৪ সদস্য দেশ। গাজার ভবিষ্যৎ নির্ধারনে বড় একটি পদক্ষেপ হতে যাচ্ছে এই প্রস্তাবনা বলে মনে করছেন কূটনীতিকরা। আগামী ২০২৭ সাল পর্যন্ত নির্ধারিত হয়েছে এই প্রস্তাবনার মেয়াদ।
