শেখ হাসিনার রায় ভুক্তভোগী ও পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত: ভলকার টুর্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মানবতাবিরোধী অপরাধের মামলার রায়টি ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার টুর্ক। সোমবার (১৭ নভেম্বর) রায়ের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ভলকার টুর্ক বলেন, এ প্রচেষ্টায় সরকার ও বাংলাদেশের জনগণকে সহায়তা করতে প্রস্তুত তারা। এছাড়াও সত্য উদ্ঘাটন, পুনর্বাসন এবং ন্যায়বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করে জাতিসংঘ।
হাইকমিশনার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সংযম প্রদর্শনের অনুরোধ করেন তিনি। নীতি অনুযায়ী সর্বোচ্চ সাজা হিসেবে জাতিসংঘ যে কোনো মৃত্যুদণ্ডের বিরোধিতা করে বলে জানান হাইকমিশনার।
