ঢাকা সোমবার, ১৭ই নভেম্বর ২০২৫, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২


ভয়াবহ খরায় বিপর্যস্ত তেহরান, বৃষ্টির জন্য প্রার্থনা


১৭ নভেম্বর ২০২৫ ০৮:০৩

সংগৃহীত

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরানের রাজধানী তেহরান। কয়েক মাসের বৃষ্টিহীন আবহাওয়া আর তাপমাত্রার আস্বাভাবিক বৃদ্ধি হুমকির মুখে ফেলেছে নগরীর স্বাভাবিক পানি ব্যবস্থাপনা। প্রসাশন বলছে, গত কয়েক দশকের মধ্যে এবারেই সবচেয়ে তীব্র জলসংকটে ভুগছে দেশটি। পানি সরবরাহ বন্ধ থাকায় দৈনন্দিন কাজকর্মে চরম ভোগান্তি পোহাচ্ছে শহরটির অধিবাসীরা।

 

মূলত, বৃষ্টির অপেক্ষায় রীতিমতো দিন গুণছে খরাপ্রবণ দেশ ইরানের বাসিন্দারা। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পানি সংকটের মুখোমুখি দেশটি। শুকনো মৌসুমে বৃষ্টি না হওয়ায় ফুরিয়ে আসতে চলেছে রিজার্ভয়ের পানির স্তরও।

 

সংকটময় এই সময়ে তাই বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা হয়েছে তেহরানের সালেহ মাজারে। যেখানে অংশ নেয় হাজারো মানুষ। সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলছেন, এমন চলতে থাকলে এক কোটির বেশি মানুষের এই নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ডিসেম্বরের মধ্যে পর্যাপ্ত বৃষ্টি না হলে, তেহরানে পানি রেশনিং শুরু করতে বাধ্য হবে সরকার।

 

দেশটিতে পানি সংকট রাজনৈতিকভাবেও বড় চ্যালেঞ্জ। ২০২১ সালে খুজেস্তানে একই ইস্যুতে সহিংস বিক্ষোভ হয়েছিল। ২০১৮ সালেও বিচ্ছিন্ন বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে খরার জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছিলো কৃষকেরা।

 

তবে বিশেষজ্ঞদের দাবি, এ সংকট শুধু কম বৃষ্টিপাতের কারণে নয়। বরং দশকের পর দশক ধরে অতিরিক্ত বাঁধ নির্মাণ, অবৈধ নলকূপ খনন আর অদক্ষ কৃষি নীতির কারণে দেশটির পানি মজুদ ভয়াবহভাবে কমে গেছে।