ঢাকা রবিবার, ১৬ই নভেম্বর ২০২৫, ৩রা অগ্রহায়ণ ১৪৩২


আইন লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে দেয়াল তুলছে ইসরায়েল


১৬ নভেম্বর ২০২৫ ১৬:৫০

সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করতে যাচ্ছে লেবানন। লেবাননের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলে ইসরায়েলি দেয়াল নির্মাণের জেরে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। ইসরায়েল যে দেয়াল নির্মাণ করছে, তা ‘ব্লু লাইন’ অতিক্রম করে লেবাননের ভেতরে ঢুকে গেছে। যাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে জাতিসংঘ।

 

ব্লু লাইন হলো জাতিসংঘ নির্ধারিত সীমারেখা, যা লেবাননকে ইসরায়েল ও ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে পৃথক করে। ২০০০ সালে ইসরায়েল যখন দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে, তখন তারা এই ব্লু লাইনে ফিরে যায়।

 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘসহ বিশ্বনেতাদের সমালোচনার পরও হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে চলছে হামলা, তবে এতে প্রাণ হারাচ্ছে বেসামরিক নাগরিকেরা। 

 

এমন পরিস্থিতিতে উদ্বেগজনক নতুন তথ্য দিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক গণমাধ্যমকর্মীদের বলেছেন, দেয়াল নির্মাণের কারণে ৪ হাজার বর্গমিটারের বেশি লেবাননি ভূখণ্ড স্থানীয় মানুষের জন্য অপ্রবেশযোগ্য হয়ে গেছে।