যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থার অভিযানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ নর্থ ক্যারোলাইনায়
যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা আইসিই'র অভিযানের বিরুদ্ধে এবার ব্যাপক বিক্ষোভ হয়েছে নর্থ ক্যারোলাইনায়।
শনিবার (১৫ নভেম্বর) শার্লটের রাস্তায় নেমে আসে শত শত বিক্ষোভকারী। শহরটির ব্যাংকিং হাব এলাকায় হয় এই বিক্ষোভ। অভিবাসীদের ওপর চালানো ধরপাকড়ের বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা। এ সময় ট্রাম্পবিরোধী নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। নিশ্চয়তা চান নিরাপদ জীবনের।
বিক্ষোভের এক পর্যায়ে পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। আটক করা হয় বেশ কয়েকজনকে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বেশ কিছুদিন ধরেই চলছে অভিযান। এতে শহরটি জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
