কাতারের মধ্যস্থতায় বিদ্রোহী গোষ্ঠীর সাথে শান্তিচুক্তি করলো কঙ্গো সরকার
কাতারের মধ্যস্থতায় একটি শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছে কঙ্গো সরকার ও দেশটির বিদ্রোহী গোষ্ঠী এম-টুয়েন্টি থ্রি।
শনিবার (১৫ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে হয় এ চুক্তি।
এর আগে, গত কয়েক মাস ধরেই কঙ্গোর নানা স্থানে ধারাবাহিক সহিংসতা চালিয়েছে গোষ্ঠীটি। জানুয়ারিতে দখল করে নেয় পূর্ব কঙ্গোর সবচেয়ে বড় শহর গোমা। এরপর নিয়ন্ত্রণে নেয় উত্তর কিভু ও দক্ষিণ কিভুর কিছু অংশ।
এম-টুয়েন্টি থ্রি'কে সহায়তার অভিযোগ ওঠে প্রতিবেশী দেশ রুয়ান্ডার বিরুদ্ধে। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে দেশটি। চলতি বছর এ লড়াইয়ে নিহত হয়েছে হাজার হাজার মানুষ। বাস্তুচ্যুতও হয়েছে কয়েক লাখ বাসিন্দা।
উল্লেখ্য, গত এপ্রিল থেকে কাতারের উদ্যোগে কঙ্গো সরকার ও এম২৩ বিদ্রোহীদের সরাসরি আলোচনার কয়েকটি ধাপ অনুষ্ঠিত হয়। আলোচনাগুলো মূলত পূর্বশর্ত ও পারস্পরিক আস্থার বিষয়গুলোতেই সীমিত ছিল। গত জুলাইয়ে নীতিমালার একটি ঘোষণায় সম্মত হয় দুই পক্ষ। তবে মূল সংঘাত তখনও অমীমাংসিত ছিল। অক্টোবর মাসে তারা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সংক্রান্ত আরেকটি চুক্তিতে পৌঁছায়।
সাম্প্রতিক এই শান্তিচুক্তি স্বাক্ষরকে কঙ্গো সরকার এবং এম২৩ বিদ্রোহীদের বৃহত্তর যুদ্ধবিরতি চুক্তির দিকে অগ্রসর হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন বিশ্লেষকরা।
