ঢাকা রবিবার, ১৬ই নভেম্বর ২০২৫, ৩রা অগ্রহায়ণ ১৪৩২


সৌদি আরবকে এফ-৩৫ বিক্রির কথা বিবেচনা করছেন ট্রাম্প


১৬ নভেম্বর ২০২৫ ১০:০০

সংগৃহীত

সৌদি আরবকে এফ-থার্টি ফাইভ বিক্রির কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

 

মার্কিন এফ-থার্টি ফাইভ স্টেলথ ফাইটার কিনতে অনেক দিন ধরে দেন-দরবার চালাচ্ছে সৌদি আরব। মাল্টি বিলিয়ন ডলার খরচ করে অত্যাধুনিক এ যুদ্ধবিমানের বহর নিজ সমরভান্ডারে যুক্ত করতে চায় রিয়াদ।

 

আগামী মঙ্গলবার, ওয়াশিংটন সফরে যাবেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ বৈঠকেই যুবরাজের মনের আশা পূরণে ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন ইতিবাচক সাড়া।

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সৌদি আরব অনেকগুলো এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনতে চায়। শুধু যুদ্ধবিমান নয়, আরও অনেক কিছুই তারা কিনতে চায়। আমাকে বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করেছে তারা। আমি বিষয়টি নিয়ে এখনও চিন্তা-ভাবনা করছি।

 

প্রশ্ন উঠেছে, মিত্র দেশকে যুদ্ধবিমান দিতে কেনো এতো চিন্তা ট্রাম্পের? বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্তে বাধ সাধবে যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ইসরায়েল। মধ্যপ্রাচ্যে এফ-থার্টি ফাইভ আছে একমাত্র ইসরায়েলের কাছেই। এ কর্তৃত্ব হারাতে চাইবে না তেল আবিব। ট্রাম্প নিজেও এটি জানেন। এ কারণে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাপ দিচ্ছেন তিনি।

 

 

 

এদিকে, সৌদি আরবের কাছে এফ-থার্টি ফাইভ বিক্রি নিয়ে উদ্বেগ জানিয়েছে পেন্টাগণ। মার্কিন প্রতিরক্ষা দফতরের গোয়েন্দা রিপোর্ট পর্যালোচনা করে দ্যা নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সৌদি আরব থেকে উন্নত এই যুদ্ধবিমানের স্পর্শকাতর প্রযুক্তি পৌছাতে পারে চীনের হাতে। 

 

যুক্তরাষ্ট্রের কাছ থেকে মোট ৪৮টি এফ-থার্টি ফাইভ কিনতে চায় সৌদি আরব। মার্কিন অস্ত্রনির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি এই যুদ্ধবিমানের একেকটির মূল্য প্রায় ১০ কোটি ডলার।