ঢাকা শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫, ২রা অগ্রহায়ণ ১৪৩২


আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ১৭টি সুইডিশ যুদ্ধবিমান কেনার ঘোষণা কলম্বিয়ার


১৫ নভেম্বর ২০২৫ ১৫:১৮

সংগৃহীত

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ঘোষণা করেছেন যে তার দেশ ১৭টি সুইডিশ গ্রিপেন যোদ্ধা বিমান কিনতে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের চুক্তি করেছে। এই চুক্তি এমন সময়ে এসেছে যখন কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। শনিবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

 

শুক্রবার (১৪ নভেম্বর) পেট্রো নিশ্চিত করেছেন যে, সুইডিশ বিমান প্রস্তুতকারক সংস্থা সাব'এর সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়াও, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'এটি একটি ভিন্ন পদক্ষেপ, যা শান্তি অর্জনে সাহায্য করবে।'

 

এই বিমান ক্রয় কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে এসেছে। যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ড্রাগ পাচারবাহী জাহাজে অভিযান চালায়। এসব অভিযানে প্রায় ৮০ জনের মৃত্যু হয়। 

 

ওয়াশিংটন দাবি করেছে, তারা শুধুমাত্র মাদক পাচারের জাহাজ লক্ষ্য করেছে, কিন্তু কোনো প্রমাণ দেয়নি। 

 

যুক্তরাষ্ট্রের এমন খামখেয়ালি পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ লাতিন আমেরিকার নেতারা। দাবি, বিচারবহির্ভূত হত্যাযজ্ঞ চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

 

এছাড়াও, ডোনাল্ড ট্রাম্প পেট্রো এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আঞ্চলিক ড্রাগ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছেন, যা উভয় নেতা কঠোরভাবে অস্বীকার করেছেন।

 

পেট্রো জানিয়েছেন, নতুন যুদ্ধ বিমান কেনার লক্ষ্য হবে 'কলম্বিয়ার বিরুদ্ধে যেকোনো আক্রমণ প্রতিহত করা, তা যেখান থেকে আসুক না কেন।'

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা

 

পেট্রো ও ট্রাম্পের মধ্যে শেষ কয়েক সপ্তাহ ধরে বাকযুদ্ধ চলছে। পেট্রো যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন যে, অঞ্চলটি অস্থিতিশীল করতে এবং ভেনেজুয়েলার তেল সম্পদ দখল করতে মার্কিন সেনা মোতায়েন করেছে। এরইমধ্যে কলম্বিয়া সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত গোয়েন্দা তথ্য শেয়ার বন্ধ করার ঘোষণা দেয়, তবে পরে এটি প্রত্যাহার করা হয়।

 

সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান নির্বাচনের কারণ

 

এএফপি'র প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কিছু কোম্পানিও কলম্বিয়ায় যোদ্ধা বিমান বিক্রির চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত সুইডেনের সাব-কে বেছে নেয় পেট্রো।

 

সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পল জনসন জানিয়েছেন, কলম্বিয়া এখন সুইডেন, ব্রাজিল এবং থাইল্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছে গ্রিপেন যুদ্ধবিমানের ব্যবহারকারী হিসেবে।