২০২৫ ছিল পাঁচ দশকের সেরা হজ: হজ মন্ত্রী
হজ ২০২৫-কে গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে সফল হিসেবে ঘোষণা করেছে সৌদি আরব। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট এ তথ্য জানায়।
দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়া জানান, এবার হাজিদের সন্তুষ্টি ৯১ শতাংশে পৌঁছেছে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ। জেদ্দা সুপারডোমে অনুষ্ঠিত হজ সম্মেলন ও প্রদর্শনীর পঞ্চম আসরে এই তথ্য তুলে ধরা হয়।
রোববার (৯ নভেম্বর) বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত 'মক্কা থেকে বিশ্ব' শীর্ষক এই সম্মেলন শুরু হয়। এতে হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাসবিষয়ক ফোরামের প্রথম সংস্করণ উদ্বোধন করা হয়। এই সম্মেলন দেশটির মন্ত্রী, কর্মকর্তা, হজ মিশনের প্রধানসহ ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। ১২ নভেম্বর পর্যন্ত চলা এ আয়োজনে ১৪৩টির বেশি সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
মক্কার ডেপুটি আমির প্রিন্স সৌদ বিন মিশআল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, হজ ২০২৫-এর সুশৃঙ্খল আয়োজনের জন্য সব সরকারি সংস্থার সম্মিলিত প্রচেষ্টাকে আন্তরিকভাবে ধন্যবাদ।
প্রিন্স ফয়সাল বিন সালমান বলেন, হজ শুধু মৌসুমি ইবাদত নয়; এটি মানবজাতির ঈমানি যাত্রার ধারাবাহিকতা। তিনি হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস সংরক্ষণে নতুন ফোরামের সূচনা ঘোষণা করেন।
মন্ত্রী আল-রাবিয়াহ জানান, নতুন মৌসুমের প্রস্তুতি হজ শেষ হওয়ার দিন থেকেই শুরু হয়েছে। ইতোমধ্যে, ৬০ শতাংশ হাজির মৌলিক চুক্তি সম্পন্ন হয়েছে, ৫০ শতাংশ পবিত্র স্থানের প্রস্তুতিও শেষ পর্যায়ে। ৭০ শতাংশ আবাসিক ভবন ও হোটেল প্রস্তুত করা হয়েছে। এছাড়া নুসুক অ্যাপের ব্যবহারকারী ৪ কোটি ছাড়িয়েছে এবং এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক 'নুসুক এআই' যুক্ত হয়েছে।
সৌদি আরবের কর্মকর্তাদের মতে, হজ ২০২৫-এর সফলতা দীর্ঘদিনের পরিকল্পনা, প্রযুক্তি ব্যবহারের বিস্তৃতি এবং সব সরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টার ফল। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতের হজ আয়োজনগুলোও এ ধারাবাহিকতা বজায় রেখে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হবে।
