ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


জাপানের কিংবদন্তি অভিনেতা তাতসুয়া নাকাদাই মারা গেছেন


১১ নভেম্বর ২০২৫ ২২:২৬

সংগৃহীত

জাপানের কিংবদন্তি অভিনেতা তাতসুয়া নাকাদাই মারা গেছেন। বিরানব্বই বছর বয়সী জনপ্রিয় এই অভিনেতা ‘রান’, ‘হারাকিরি’, এবং দ্য ‘হিউম্যান কন্ডিশন ট্রিলজি’র মতো বিশ্বখ্যাত সিনেমাতে অভিনয় করেছেন।

 

তাতসুয়া নাকাদাই সাত দশক ধরে চলচ্চিত্র ও থিয়েটারে কাজ করেছেন। তিনি ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এবং জাপানি সিনেমার দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য মুখগুলোর একজন ছিলেন।

 

তিনি সবসময় নিজেকে প্রথমে একজন থিয়েটার অভিনেতা মনে করতেন। বিভিন্ন পরিচালকের সঙ্গে যেন কাজ করতে পারেন তাই কোনো স্টুডিওর সাথে চুক্তি স্বাক্ষর করতেন না।

 

অ্যাকিরা কুরোসাওয়া পরিচালিত ১৯৮৫ সালের ‘রান’ সিনেমায় লর্ড হিদেতোরা ইচিমোনজি চরিত্রে তার অভিনয় তাকে বিশ্বসিনেমায় নতুন উচ্চতায় নিয়ে যায়। মধ্যযুগীয় জাপানকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে একজন বয়স্ক যুদ্ধবাজের পতনের গল্প বলা হয় আর সেই চরিত্রে নাকাদাই ছিলেন অবিশ্বাস্য রূপে শক্তিশালী।

 

এছাড়াও তার বড় পর্দার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে মাসাকি কোবায়াশির ‘হারাকিরি’, ‘সামুরাই রিবেলিয়ন’, ‘কোয়াইডান’, কিহাচি ওকামোটোর ‘কিল!’ এবং কুরোসাওয়ার ‘কাজেমুশা’। তিনি তোশিরো মিফুনের বিপরীতে নায়কের বিপরীতে খলনায়কের ভূমিকাও করেছেন ‘ইয়োজিম্বো’ ও ‘সানজুরো’ ছবিতে।

 

তাতসুয়া নাকাদাই জন্মগ্রহণ করেন ১৩ ডিসেম্বর ১৯৩২ সালে টোকিওতে। তার পিতার মৃত্যু হলে তিনি মায়ের সঙ্গে চিবা থেকে আয়ামায় স্থানান্তরিত হন। এরপর হাইইউজা ট্রেনিং স্কুলে অভিনয় শিক্ষা শুরু করেন।

 

নাকাদাই জাপানের দুইবার ব্লু রিবন অ্যাওয়ার্ড পেয়েছেন, প্রথম ‘হারাকিরি’ (১৯৬২) এবং দ্বিতীয় ‘কাজেমুশা’ ও ‘দ্য ব্যাটল অব পোর্ট আর্থার’ (১৯৮০)-এর জন্য। ২০১৫ সালে তিনি জাপানের সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মান অর্ডার অব কালচার পান।

 

তার স্ত্রী প্রযোজক ও নাট্যকার কিওকো মিয়াজাকি তার মৃত্যুর আগে মারা গিয়েছিলেন। তিনি ছিলেন এক কন্যা নাও নাকাদাইয়ের জনক।