বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি ট্রাম্পের
ব্রিটিশ গণমাধ্যম 'বিবিসি'র বিরুদ্ধে এক বিলিয়ন ডলারের মামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আলজাজিরা।
এতে উল্লেখ করা হয়, পক্ষপাতদুষ্ট খবর প্রচার এবং ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা ঘিরে সম্প্রতি বিতর্কের মুখে পড়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। সমালোচনার জেরে ভুল স্বীকার করে পদত্যাগ করেছেন মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস। তবে এতে সন্তুষ্ট নন ট্রাম্প। দিয়েছেন আইনি ব্যবস্থা নেয়ার হুমকি।
তবে, মামলা এড়াতে চাইলে গণমাধ্যমটিকে দিয়েছেন তিনটি শর্ত। এগুলো হলো— অবিলম্বে তথ্যচিত্রটি প্রত্যাহার, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ক্ষমাপ্রার্থনা এবং উপযুক্ত ক্ষতিপূরণ।
উল্লেখ্য, গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে একটি তথ্যচিত্র প্রচার করেছিল বিবিসি। যেখানে ট্রাম্পের ভাষণ সম্পাদনা করে বিভিন্ন অংশ জোড়া দিয়ে উপস্থাপন করা হয়।
