মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি ভারতীয় দূতাবাসের
দিল্লিতে ভয়াবহ গাড়িবোমা হামলার পর মার্কিন নাগরিকদের চলাচলে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইউএস অ্যাম্বাসি।
সোমবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস এ সতর্কতা জারি করে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনায় শোক ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র অধিদফতর।
একইসাথে, যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে, মার্কিন নাগরিকদের লাল কেল্লা ও চাঁদনি চক এলাকা এড়িয়ে চলতে বলা হয়। ভিড় থেকে দূরে থাকতে এবং সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শও দেয়া হয় অ্যাম্বাসির পক্ষ থেকে।
