অক্টোবরেই ২৫ হাজার রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী, দাবি জেলেনেস্কির
কেবল অক্টোবর মাসেই ২৫ হাজার রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী। এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, রুশ সেনাদের লক্ষ্য করে সফল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। আর সেই ড্রোন হামলার ফুটেজ দেখে নিহত রুশ সেনাদের এ সংখ্যা নিশ্চিত করেছে কিয়েভ।
তিনি আরও বলেন, অক্টোবর মাসে আমরা শত্রুপক্ষের ২৫ হাজার জনবল ধ্বংস করেছি। এটি একমাত্র ড্রোন হামরার কারণেই সম্ভব হয়েছে। এই সংখ্যাটি সম্পূর্ণ নির্ভুল। কারণ, প্রতিটি হামলার ভিডিও প্রমাণ আমাদের কাছে রয়েছে। পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এক মাসে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির সর্বোচ্চ সংখ্যা এটি।
তবে, পোকরোভস্ক শহরের পরিস্থিতি খুবই কঠিন বলে স্বীকার করেছেন জেলেনস্কি। সেখানে নিজেদের অবস্থান ধরে রাখতে ইউক্রেনীয় বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
