আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে কাজাখস্তান
ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে কাজাখস্তান। এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ট্রাম্প জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিক চুক্তির মধ্য দিয়ে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে মধ্য এশিয়ার দেশটি।
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম দেশ হিসেবে তেলআবিবের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে আস্তানা। মধ্য এশীয় দেশগুলোর সাথে মার্কিন প্রেসিডেন্টের সামিটের কয়েকদিন আগেই এলো এই ঘোষণা।
স্বাধীনতা লাভের অল্প কয়েকদিনের মধ্যেই ১৯৯২ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কাজাখস্তান। ২০১৬ সালে দেশটিতে ভ্রমণও করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া, তেলআবিবের সাথে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির।
