ঢাকা রবিবার, ২রা নভেম্বর ২০২৫, ১৯শে কার্তিক ১৪৩২


ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের প্রাণহানি


১ নভেম্বর ২০২৫ ১৮:১০

সংগৃহীত

দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীকাকুলাম জেলায় একটি নবনির্মিত মন্দিরে পদদলনের ঘটনায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এতে আহত হয়েছেন আরও অনেকে। খবর, এনডিটিভি'র।

 

শনিবার (১ নভেম্বর) ভোরে রাজ্যের কাশিবুগ্গায় নবনির্মিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের মতে, মন্দিরের প্রবেশপথে অতিরিক্ত ভিড়ের কারণে হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হয় এবং মুহূর্তের মধ্যে পদদলনের ঘটনায় এত প্রাণহানি হয়।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি জাতীয় তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

 

রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসার নির্দেশ দেন এবং স্থানীয় কর্মকর্তাদের ত্রাণ কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে বেসরকারি কর্তৃপক্ষ পরিচালিত মন্দিরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার তদন্তেরও ঘোষণা দিয়েছেন।

 

 অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পাওয়ান কল্যাণ জানিয়েছেন, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেয়া হবে।