ঢাকা বৃহঃস্পতিবার, ৩০শে অক্টোবর ২০২৫, ১৬ই কার্তিক ১৪৩২


ট্রাম্প-শি বৈঠক চীনের ওপর শুল্ক কমিয়ে ৪৭ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের


৩০ অক্টোবর ২০২৫ ১৪:২৬

সংগৃহীত

চীনের ওপর শুল্ক কমিয়ে ৪৭ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক শেষে বুসান ছাড়ার পরপরই এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

 

ট্রাম্প বলেন, এটি একটি অসাধারণ বৈঠক ছিল। চীনা আমদানির ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হবে। বিনিময়ে বেইজিং মার্কিন সয়াবিন ক্রয় পুনরায় শুরু করবে, বিরল মৃত্তিকা রপ্তানি অব্যাহত রাখবে এবং ফেন্টানাইলের অবৈধ বাণিজ্য বন্ধ করবে। এ সময়, তিনি দক্ষিণ কোরিয়া, জাপান এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সাথে বাণিজ্য সাফল্যের কথাও তুলে ধরেন।

 

এশিয় ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক) -এর শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছিল। কিন্তু উভয় দেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার বাস্তবতায় এই বাণিজ্য বন্ধন কতদিন স্থায়ী হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। 

 

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর আজ দক্ষিণ কোরিয়ার বুসানে স্থানীয় সময় সকাল ১১টায় বৈঠকে বসেন মার্কিন ও চীনা প্রেসিডেন্ট। তবে আনুষ্ঠানিক চুক্তির কোনো ঘোষণা ছাড়াই শেষ হয় দুই পরাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক। এক ঘণ্টা ৪০ মিনিটের বৈঠক শেষে স্ব স্ব গন্তব্যে ফের উড়াল দেন তারা। 

 

ধারণা করা হচ্ছে, এবারের বৈঠকে আলোচনা হয়েছে শুল্ক, বিরল খনিজ পদার্থ, মাদক চোরাচালান এবং কৃষিখাতের মতো বিষয়গুলোতে। সেইসাথে এও ধারণা করা হয়েছিল, এই বৈঠকের মধ্য দিয়ে শুল্ক যুদ্ধ ইস্যুতে কোনো না কোনো সমঝোতায় পৌঁছাবে সবচেয়ে বড় অর্থনীতির দেশ দুটি। এছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটন বেইজিংয়ের সহায়তা চাইতে পারে। এর আগে, ২০১৯ সালে সবশেষ বৈঠক করেন এই দুই নেতা।