বুসানে ট্রাম্প-শি বৈঠক আজ
দীর্ঘ ছয় বছর পর আজ বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বের দুই পরাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বুসানে স্থানীয় সময় সকাল ১১টায় মিলিত হবেন মার্কিন ও চীনা প্রেসিডেন্ট। এর আগে, ২০১৯ সালে সবশেষ বৈঠক করেন এই দুই নেতা।
এবারের আলোচনার এজেন্ডায় রয়েছে শুল্ক, বিরল খনিজ পদার্থ, মাদক চোরাচালান এবং কৃষিখাতের বিষয়গুলো।
ধারণা করা হচ্ছে, বৈঠকটির মধ্য দিয়ে শুল্ক যুদ্ধ ইস্যুতে কোনো না কোনো সমঝোতায় পৌঁছাবে সবচেয়ে বড় অর্থনীতির দেশ দুটি। এছাড়াও, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে বেইজিংয়ের সহায়তা চাইতে পারে ওয়াশিংটন বলেও মনে করা হচ্ছে।
