ঢাকা বৃহঃস্পতিবার, ৩০শে অক্টোবর ২০২৫, ১৫ই কার্তিক ১৪৩২


গাজায় অভিযান থামানোয় নেতানিয়াহুর তীব্র সমালোচনা বেন-গভিরের


২৯ অক্টোবর ২০২৫ ১৮:৩৭

সংগৃহীত

ইসরায়েলের ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র সমালোচনা জারি হয়েছে। তিনি দাবি করেছেন যে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও হামাসের পক্ষ থেকে একটি ইসরায়েলি সৈন্য হত্যা হওয়ার পরও সরকার পূর্ণমাত্রার যুদ্ধ পুনরায় শুরু করতে অস্বীকার করেছে — যা তার মতে মূল লক্ষ্য অর্জনে ব্যর্থতা সূচিত করে।

 

বেন-গভি এক্স (X) প্ল্যাটফর্মে লিখেছেন যে, 'আবারও হামাস যুদ্ধবিরতির সময় আমাদের এক সৈন্যকে হত্যা করেছে, আর এই ঘটনা জেনেও প্রধানমন্ত্রী ‘পরিমিত প্রতিক্রিয়া’ দেখিয়ে দ্রুত যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।'

 

তিনি অভিযোগ করেন যে পরিস্থিতি মোকাবিলায় জবাবদিহি-পরিমিতি বজায় রেখেই সরকার ‘মানবিক সহায়তা’ ঢুকতে দেয়, যেখানে তার দাবি অনুযায়ী সঠিক পদক্ষেপ হওয়া উচিত ছিল — পূর্ণমাত্রার যুদ্ধ পুনরায় শুরু করে দ্রুত হামাসকে ধ্বংস করা।

 

বেন-গভিরের ভাষায়, যদি নেতানিয়াহু হামাসকে সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্য থেকে সরে যান, তাহলে তার দৃষ্টিতে ওই সরকার 'অস্তিত্বের অধিকারই হারিয়ে ফেলবে'।

 

এই মন্তব্যটি এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি সশস্ত্র বাহিনী ইতোমধ্যে যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার তথ্য দিয়েছে — একটি সিদ্ধান্ত যা নিরাপত্তা ও কূটনৈতিক বিবেচনার সমন্বয়ে নেয়া হতে পারে। বেন-গভিরের কড়া প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর কৌশলগত নির্বাচন ও অভিযানের লক্ষ্য নিয়ে দলে-দলে মতবিরোধকে আবারও সামনে এনেছে।

 

বেন-গভিরের দাবি অনুযায়ী, যদি সরকার হামাসকে নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতিতে স্থির না থাকে, তাহলে রাজনৈতিক অবস্থা ও সরকারের গ্রহণযোগ্যতা সংকটে পড়তে পারে। পরবর্তী সময়ে সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত ও সামরিক কৌশল কী হবে, তা ইসরায়েলি রাজনীতি ও গাজা সংকট উভয়ের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।