নিহত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ উদ্ধারে গাজায় প্রবেশ করেছে মিসরীয় দল
গাজায় নিখোঁজ ইসরায়েলি বন্দিদের দেহাবশেষ খুঁজে বের করতে মিশরীয় ট্রাক ও ভারী যন্ত্রপাতি নিয়ে একটি কনভয় ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করেছে।
সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই উদ্যোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে অনুমোদন দিয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় রাতে, মিশরের সরকারি চ্যানেল আল-কাহেরা নিউজ জানিয়েছিল যে উদ্ধারকারী দলটি গাজার পথে রয়েছে।
বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা বলে দুটি মিশরীয় সামরিক সূত্র নিশ্চিত করেছে যে কনভয়টি শনিবার রাতে কেরেম শালোম ক্রসিংয়ে অবস্থান করছে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এর আগে, গত ১৭ অক্টোবর তুরস্কের ৮১ জন উদ্ধারকারী দলও গাজার বন্দিদের দেহাবশেষ খুঁজে বের করতে মিশরে অপেক্ষা করছিল, কিন্তু ইসরায়েল তাদের প্রবেশ অনুমোদন দেয়নি।
হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনকে ৪৮ জন বন্দি ফেরত দিতে হবে বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দি।
তবে এ পর্যন্ত মৃত ২৮ জনের মধ্যে মাত্র ১৫ জনের দেহ ফেরত এসেছে, বাকিরা ধ্বংসস্তূপের নিচে রয়েছে। হামাস তাদের খুঁজে বের করার জন্য সরঞ্জাম ও সাহায্য চেয়ে আহ্বান জানাচ্ছে।
মিশরীয় কনভয়ের গাজায় প্রবেশ ইসরায়েলি বন্দিদের বাকি দেহাবশেষ উদ্ধারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে পুরো উদ্ধার কার্যক্রম কতটা সফল হবে তা এখনও স্পষ্ট নয়, বিশেষ করে ধ্বংসপ্রাপ্ত ভূখণ্ডে বাকি দেহাবশেষ খুঁজে বের করা এক বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
