ঢাকা রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫, ১২ই কার্তিক ১৪৩২


কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা ট্রাম্পের


২৬ অক্টোবর ২০২৫ ০৮:৪২

সংগৃহীত

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে নিয়ে 'বিতর্কিত' বিজ্ঞাপন প্রচারের জেরে এই ঘোষণা দেন তিনি।

 

শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

 

পোস্টে ট্রাম্প লেখেন, রোনাল্ড রিগ্যানের শুল্ক সংক্রান্ত বক্তৃতার ওপর একটি প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। তাতে সাবেক প্রেসিডেন্টের রেডিও ভাষণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি তার ভাষণ ব্যবহার এবং সম্পাদনার জন্য কোনো অনুমতিও নেয়া হয়নি। 

 

তিনি আরও লেখেন, রোনাল্ড রিগ্যান মার্কিন জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির জন্য শুল্ক পছন্দ করতেন। কিন্তু কানাডা তা ভুলভাবে উপস্থাপন করছে। বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলার কথা থাকলেও গতকাল রাতে সেটি প্রচার করা হয়েছে। এই আচরণের জন্য কানাডার ওপর আরও ১০ শতাংশ ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে।

 

প্রসঙ্গত, এরইমধ্যে কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট কিছু পণ্য রফতানিতে ট্যারিফের পরিমাণ আরও বেশি।