ঢাকা রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫, ১২ই কার্তিক ১৪৩২


অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের বইয়ের ওপর আলোচনা সভা


২৬ অক্টোবর ২০২৫ ০৮:৪১

সংগৃহীত

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তা ও নীতিকৌশল নিয়ে প্রকাশিত বইয়ের উপর আলোচনা সভা।

 

শুক্রবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক্সিটার কলেজ অডিটোরিয়ামে অক্সফোর্ড বাংলা সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন, সাবেক ব্রিটিশ কূটনীতিক স্যার পিটার হিপ, আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ড. শহিদুল আলম এবং সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। 

 

'Tarique Rahman : Politics and Policies Contemporary Bangladesh' নামক বইটি লিখেছেন 'দি উইকলি রানার' -এর সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন। 

 

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মিড্লসেক্স অধ্যাপক ডক্টর মানজিদা আহমেদ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন অক্সফোর্ড বাংলা সোসাইটির সভাপতি আহমেদ মুহতাদি ও সাইমুর মুজিব রহমান। অনুষ্ঠানে অক্সফোর্ড ছাড়াও ব্রিটেনের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশ নেন।