ওয়াশিংটন নতুন নিষেধাজ্ঞা দিলেও আলোচনার মাধ্যমে সমাধান চায় মস্কো
যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার লক্ষ্যে দেশটিতে অবস্থান করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ। তার দাবি, ওয়াশিংটন নতুন নিষেধাজ্ঞা আরোপ করলেও এখনও আলোচনার মাধ্যমে সমাধান চায় মস্কো।
শনিবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
দিমিত্রিয়েভ বলেন, যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে এখানে এসেছি। এই সফরটি অনেক আগেই পরিকল্পনা করা হয়েছিল। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে বেশকয়েকটি পদক্ষেপ নিয়েছে তারা। রাশিয়া এখনও আলোচনার পথ খোলা রাখতে চায়। তবে সেটি কেবল তখনই সম্ভব যখন রাশিয়ার স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন করা হবে।
সিএনএন -এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যকার বৈঠকটি বাতিল করা হয়নি। দুই নেতা পরবর্তী উপযুক্ত সময়ে দেখা করবেন।
এর আগে, গত শুক্রবার তিনি জানান, আমি বিশ্বাস করি রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন তিন পক্ষই একটি কূটনৈতিক সমাধান চায়। আর আমরা এর বেশ কাছাকাছি আছি। তবে তার এই মন্তব্যের ফলে কোনো প্রভাব পড়বে কি না সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
অপরদিকে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যুদ্ধবিরতির জন্য একটি নতুন প্রস্তাব নিয়ে ইউক্রেনের সাথে কাজ করছে বলে জানিয়েছেন ইউরোপীয় কূটনীতিকরা। এ বিষয়ে বার্তাসংস্থা রয়টার্সকে জানান, মার্কিন যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রধান ভূমিকা পালন করতে চাপ দিচ্ছেন তার।
