ঢাকা শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ১০ই কার্তিক ১৪৩২


প্রাণঘাতী সংঘর্ষের পর টিএলপিকে নিষিদ্ধ করলো পাকিস্তান


২৪ অক্টোবর ২০২৫ ০৯:১১

সংগৃহীত

উগ্র ডানপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে (টিএলপি) নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই সিদ্ধান্ত নেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার।

 

এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

 

সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞার অনুমোদন দেয় মন্ত্রিসভা। দলটির বিরুদ্ধে সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

 

কয়েকদিন আগেই ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেয় টিএলপি সদস্যরা। এতে নিরাপত্তাকর্মীদের সাথে দলটির সদস্যদের সংঘর্ষে কমপক্ষে পাঁচজনের প্রাণ যায়। ধারণা করা হচ্ছে, এ ঘটনা ঘিরেই নতুন করে নিষেধাজ্ঞায় পড়লো দলটি।

 

এদিকে, অসাংবিধানিক আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে সহিংস রাজনৈতিক গোষ্ঠী টিএলপি।

 

এর আগে, ২০২১ সালেও সহিংস বিক্ষোভের জেরে ইমরান খানের সরকার টিএলপিকে নিষিদ্ধ করে। যদিও নির্দিষ্ট শর্তসাপেক্ষে ছয় মাসের মধ্যেই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয়।