ঢাকা সোমবার, ২০শে অক্টোবর ২০২৫, ৬ই কার্তিক ১৪৩২


পূর্ব এশিয়া হংকংয়ে রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়লো কার্গো বিমান, নিহত অন্তত ২


২০ অক্টোবর ২০২৫ ১২:৩৮

সংগৃহীত

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে একটি কার্গো বিমান ছিটকে সমুদ্রপাড়ে পড়ার ঘটনায় অন্তত দু'জন প্রাণ হারিয়েছে। নিহতরা বিমানবন্দরের কর্মী ছিলেন। খবর, বিবিসি'র।

 

 

সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে মালামাল নিয়ে হংকং পৌঁছেছিল কার্গো বিমানটি। তবে রানওয়েতে অবতরণের সময় ঘটে এ বিপত্তি। এসময় দু'টুকরো হয়ে সাগরে আছড়ে পড়ে উড়োযানটি।

 

 

মূলত, রানওয়েতে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। সাগরে পড়ে যায় বিমানবন্দরের দুই কর্মী। তাদের উদ্ধার করা গেলেও মারা যায় হাসপাতালে। দুর্ঘটনার সময় চারজন ক্রু ছিলেন বিমানে। তাদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

 

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, প্লেনটি অবতরণের সময় রানওয়ের অবস্থা নিরাপদ ছিল এবং আবহাওয়াও চমৎকার ছিল। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, প্লেনটি দুইভাগ হয়ে গেছে তবে এখন পর্যন্ত ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়নি। দুর্ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেয়া হয়েছে, তবে বিমানবন্দরের অন্য দুইটি রানওয়ে চালু রয়েছে।

 

 

উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত উড়োযানটি বোয়িং সেভেন ফোর সেভেন মডেলের একটি যাত্রীবাহী বিমান ছিল। পরবর্তীতে কার্গোয় রূপান্তর করা হয় এটি।