ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর ২০২৫, ১লা কার্তিক ১৪৩২


আমার চুল গায়েব করে দিয়েছে’— টাইমের প্রচ্ছদ দেখে ক্ষুব্ধ ট্রাম্প


১৫ অক্টোবর ২০২৫ ১৯:৫৬

সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'খারাপ ছবি' ব্যবহার করায় সমালোচনার মুখে পড়লো মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। আর এ সমালোচনায় মেতেছেন স্বয়ং প্রেসিডেন্টই। ছবিটিকে 'সর্বকালের সবচেয়ে খারাপ ছবি' বলে দাবি করেন তিনি।

 

 

এক প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্টের নিচ থেকে তোলা একটি ছবি ব্যবহার করে টাইম ম্যাগাজিন। এবার সেটি নিয়েই মুখ খুললেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

 

নিজের সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ ট্রাম্প লেখেন, ছবিতে গায়েব করে দেয়া হয়েছে তার চুল। আর মাথার ওপর এমন কিছু একটা বসিয়েছে, যা ছোট্ট ভাসমান মুকুটের মতো।

 

 

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নিচ থেকে ছবি তোলা তিনি কখনোই পছন্দ করেন না। টাইম ম্যাগাজিনের ছাপানো ছবিটিকে অদ্ভুত ও ভয়াবহ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ছবিটি সমালোচনার দাবিদার।