ঢাকা সোমবার, ১৩ই অক্টোবর ২০২৫, ২৯শে আশ্বিন ১৪৩২


সুদানে প্যারামিলিটারি বাহিনীর হামলায় ৬০ জন নিহত


১৩ অক্টোবর ২০২৫ ০৮:৫৭

সংগৃহীত

আবারও ভয়াবহ সহিংসতার ঘটনা হয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদানে। প্যারামিলিটারি বাহিনী আরএসএফ’র হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৬০ জন।

 

রোববার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে আলজাজিরা।

 

এতে বলা হয়, হামলার টার্গেট ছিল আল ফাশির শহরের একটি আশ্রয়শিবির। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দুই দফা ড্রোন হামলা ও আট দফা গোলাবর্ষণ হয়। এর ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আল আরকাম ক্যাম্পের ভবন। এ সময়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে। সেইসাথে, জীবন্ত পুড়িয়েও মারা হয় অনেক মানুষকে।

 

এক বিবৃতিতে আল ফাশির রেজিস্ট্যান্স কমিটি অভিযোগ করেছে, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে হত্যা করা হয়েছে শিশু, নারী ও বৃদ্ধদের।

 

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই দারফুরে সেনাবাহিনীর শক্ত ঘাঁটি আল ফাশির দখলে নেয়ার চেষ্টা করছে বিদ্রোহী আরএসএফ। অঞ্চলটি ঘিরে রাখায় প্রবেশ করতে পারছে না ত্রাণ। সংঘাতের পাশাপাশি তীব্র খাদ্য সংকটে দিন কাটাচ্ছে অঞ্চলটির মানুষ। জাতিসংঘের মতে, প্রায় আড়াই লাখ মানুষ আটকা পড়ে আছে সেখানে।