ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫, ১লা কার্তিক ১৪৩২


বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো


৯ অক্টোবর ২০২৫ ০৭:৩৮

সংগৃহীত

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়ানিয়ারদের তালিকায় নাম লেখালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধবার (৮ অক্টোবর) ব্লুমবার্গ কর্তৃক প্রকাশিত বিলিয়নিয়ারদের তালিকায় উঠে আসে সিআর সেভেনের নাম।ফুটবল কিট

 

যুক্তরাষ্ট্রের আর্থিক তথ্য সংস্থা ব্লুমবার্গের মতে, রোনালদোর মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১৪০ কোটি মার্কিন ডলার, যা তার ক্যারিয়ারের আয়, বিনিয়োগ ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্টসহ গণনা করা হয়েছে।

 

২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে রোনালদো শুধুমাত্র বেতন থেকে ৫৫ কোটি ডলারের বেশি উপার্জন করেছেন। এছাড়া নাইকিসহ বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তার দীর্ঘমেয়াদি চুক্তি তাকে বছরে প্রায় ১ কোটি ৮০ লাখ ডলার আয় দেয়।

 

২০২২ সালে রোনালদো ইউরোপীয় ফুটবলকে বিদায় দিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন, যেখানে তার চুক্তি করমুক্ত ২০ কোটি মার্কিন ডলার বেতনধারার। সম্প্রতি তিনি আরও দুই বছরের নতুন চুক্তি করেছেন, যার মোট মূল্য ৪০ কোটি ডলার।

 

রোনালদোর বিলিয়নিয়ার মর্যাদা তাকে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান, ম্যাজিক জনসন, লেব্রন জেমস, গলফার টাইগার উডস এবং টেনিস খেলোয়াড় রজার ফেদেরারের মতো ক্রীড়াবিদদের এলিট ক্লাবে জায়গা করে দিয়েছে। 

 

অপরদিকে, একই সংস্থার তথ্য অনুসারে, লিওনেল মেসির করপূর্ব বেতন খাতে আয় ৬০ কোটি মার্কিন ডলার। ২০২৩ সাল থেকে তিনি বছরে বেতন বাবদ পাচ্ছেন দুই কোটি মার্কিন ডলারের বেশি, যা একই সময়ে রোনালদোর আয়ের প্রায় ১০ ভাগের ১ ভাগ।

 

উল্লেখ্য, রোনালদো ও মেসি দুজনেই সময়ের সেরা, দুই মেরুর আলো। তবে সম্পদের মাপকাঠিতে এবার রোনালদো এককভাবে দাঁড়ালেন শীর্ষে। ফুটবলের ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার হিসেবে