ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫, ১লা কার্তিক ১৪৩২


লিথুয়ানিয়ার আকাশে রহস্যজনক বেলুন, বন্ধ রাজধানীর আকাশসীমা


৫ অক্টোবর ২০২৫ ০৯:৩০

সংগৃহীত

রাশিয়ার প্রতিবেশী দেশ লিথুয়ানিয়ার আকাশে রহস্যজনক ‘হট এয়ার বেলুনের’ দেখা মিলেছে। ফলে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রাজধানীর ভিলনিয়াসের আকাশসীমা বন্ধ করে দেয়া হয়েছে।

 

শনিবার (৪ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম এলআরটি।

 

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার রাতে ভিলনিয়াসের আকাশে অন্তত ১৩টি সন্দেহভাজন বেলুন উড়তে দেখা যায়। পরে নিরাপত্তার স্বার্থে ফ্লাইটের ওঠানামা বন্ধ রাখা হয়। ঝুঁকিমুক্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত বিমান চলাচল বিঘ্নিত হবে জানায় দেশটির প্রশাসন।

 

সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে একাধিকবার অজ্ঞাত ড্রোন আকাশসীমা লঙ্ঘন করেছে। এর ফলে ডেনমার্ক, জার্মানি, নরওয়ে ও নেদারল্যান্ডসসহ বেশ কয়েকটি দেশ সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ রাখতে বাধ্য হয়।