ট্রাম্পের প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়াকে স্বাগত জানালো বিভিন্ন দেশ

ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়াকে স্বাগত জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ। যুদ্ধ বন্ধে সব পক্ষকে এই সুযোগের সদ্ব্যবহার করার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
হামাসের পদক্ষেপের প্রশংসা করেছে কাতার ও মিসর। গঠনমূলক ও স্থায়ী শান্তির পদক্ষেপ হিসেবে মনে করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
এদিকে, গাজায় শান্তি ফেরাতে হামাসের সিদ্ধান্ত নিয়ে আশাবাদী ইউরোপীয় নেতারাও। শান্তি চুক্তির পথে ‘সুবর্ণ সুযোগ’ হিসেবে দেখছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।
‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। এছাড়া শান্তি প্রস্তাবে হামাসের সাড়ায় ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া সহ আরও অনেক দেশ।