কম্বোডিয়ার প্রাক্তন বিরোধী রাজনীতিককে হত্যার অপরাধে থাই হিটম্যানকে যাবজ্জীবন কারাদণ্ড

বাংককে কম্বোডিয়ার প্রাক্তন বিরোধী রাজনীতিক লিম কিমিয়ার হত্যা করার জন্য একজন থাই হিটম্যানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে থাইল্যান্ডের আদালত।
চলতি বছরের জানুয়ারিতে, লিম কিমিয়া তার স্ত্রীসহ থাইল্যান্ডের রাজধানী বাংককে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যে জনসমক্ষে গুলি করে হত্যা করা হয়। হামলাকারী ‘এক্কালাক পেনোই’ পরে কম্বোডিয়ায় পালিয়ে যান, যেখানে তাকে আটক করে থাইল্যান্ডে ফেরত পাঠানো হয়।
প্রথমে এক্কালাককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, কিন্তু পরে তার হত্যার স্বীকারোক্তির কারণে তা যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করা হয়।
সিকিউরিটি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক্কালাক গাড়ি পার্ক করে হেলমেট খুলে রাস্তা পার হয়ে গুলি চালান। তাকে অস্ত্র বহন ও ব্যবহার করার দণ্ডও দেয়া হয়েছে এবং লিম কিমিয়ার পরিবারকে প্রায় ৫৫,০০০ ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।
লিম কিমিয়ার হত্যার পেছনের কারণ এখনও অস্পষ্ট। তবে এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। কম্বোডিয়ায় বিরোধী রাজনীতিক ও সক্রিয়কর্মীরা প্রায়শই জেল হেফাজত বা হয়রানির শিকার হন।
লিম কিমিয়া কম্বোডিয়ার পাশাপাশি ফরাসি নাগরিকও ছিলেন এবং তিনি কম্বোডিয়ার প্রধান বিরোধী দল, কম্বোডিয়া ন্যাশনাল রেস্কিউ পার্টি (সিএনআরপি)-এর প্রাক্তন সংসদ সদস্য ছিলেন।