ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫, ১লা কার্তিক ১৪৩২


সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, গ্রেটা থুনবার্গসহ ২ শতাধিক স্বেচ্ছাসেবক আটক


২ অক্টোবর ২০২৫ ১১:৪১

সংগৃহীত

গাজামুখী ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলার অন্তত আটটি জাহাজ জব্দ করেছে ইসরায়েল। সেইসাথে, আটক করা হয়েছে পরিবেশবিদ গ্রেটা থুনবার্গসহ জাহাজগুলোয় থাকা মানবাধিকার কর্মীদের।

 

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা। আটককৃত জাহাজগুলো হলো— দেইর ইয়াসিন, হুগা, স্পেকটার, আদারা, আলমা, সাইরিয়াস, অরা এবং গ্রান্ডে ব্লু। তবে ইসরায়েলের বাধা উপেক্ষা করে গাজার দিকে এগিয়ে চলেছে আরও দুটি জাহাজ।

 

আজ বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে উপত্যকা থেকে ১১১ কিলোমিটার দূরে ছিল ‘মেটেক এবং অল’ নামের ওই দুটি নৌযান। যদিও পরবর্তী অবস্থান জানা যায়নি এখনওএর আগে, বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম জানিয়েছিলেন, ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আলমা। বহরের বেশ কয়েকটি জাহাজকে ইসরায়েলি নৌবাহিনী ঘিরে ফেলেছে বলেও জানান তিনি।বাংলাদেশ ভ্রমণ

 

অপরদিকে, আয়োজকরা নিশ্চিত করেন, তেলআবিবের বাধার কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জাহাজগুলোর লাইভ সম্প্রচার। গাজার উপকূলে অবস্থান করছে ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরটি। এর আগে সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা ঘোষণা করেন এর আয়োজকরা। শহিদুল আলমসহ ৪৭ টি নৌযানে ৪৪ দেশের মানবাধিকার কর্মী রয়েছেন বহরে।